রাস্তার পাশে দিয়ে হেঁটে যাচ্ছিলো শিক্ষার্থীরা, পিছন থেকে ধাক্কা দিলো দিলো প্রাইভেটকার
বিশেষ প্রতিনিধিঃ রাস্তার একেবারে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষার্থী। অন্যান্য গাড়ি সবই চলে যাচ্ছিল। কিন্তু হুট করেই পেছন থেকে এসে একটি প্রাইভেটকার পিষে দিল ওই শিক্ষার্থীদের। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় এই দুর্ঘটনা ঘটেছে । রবিবার (২৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে । এতে কেউই নিহত হয়নি। তবে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে যান।
এরই মধ্যে এ দুর্ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছিলেন। এসময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন ।
“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন
comment url