৩০০ শহীদ পরিবার'কে ১ লক্ষ‍্য টাকার চেক প্রদান আস-সুন্নাহ ফাউন্ডেশন

 

আর.জে মিজানুর রহমান ইমনঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলেন শহীদ হওয়া ৩০০ পরিবারকে ১ লক্ষ করে টাকা সহায়তা করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর মধ্যে ১০৯ জন এতিমও রয়েছেন ।  মঙ্গলবার (২৯ অক্টোবর) রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ৩০০ শহীদ পরিবারকে ১ লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। এর মধ্যে এতিম পরিবার ছিল ১০৯ টি, সাধারণ পরিবার ১৮৯ টি এবং হিন্দু পরিবার ২ টি। অনুষ্ঠানের সভাপতি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

উল্লেখ্য এই পর্যন্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ১৪৬৯ জনকে ইতোপূর্বে ৪ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকা চিকিৎসা সহায়তা প্রদান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন ।  অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শায়খ আহমাদুল্লাহ বক্তব্যে, শহীদ-স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদেরকে ধৈর্য ধারণের আহ্বান জানান। তিনি বলেন, এই প্রকল্পের জন্য আমরা কোনো তহবিল সংগ্রহ করিনি। ফাউন্ডেশনের সাধারণ তহবিল থেকে আমরা হতাহত ও শহীদ পরিবারকে অর্থ সহায়তা করেছি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। এরপর কয়েকটি শহীদ পরিবারের স্বজনদের অনুভূতি শোনা হয়। অনুভূতি প্রকাশকারীদের বেশ কয়েকজন ছিল সদ্য পিতাহারা অপ্রাপ্ত বয়স্ক এতিম শিশু। এ সময় মিলনায়তনের পরিবেশ ভারী হয়ে ওঠে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন

comment url