বক্তা মিজানুর রহমান আজাহারী'র হ্যাকার কবলে পড়া ইউটিউব চ্যানেল উদ্ধার হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ হ্যাকার কবলে পড়া ইউটিউব চ্যানেল উদ্ধার করেছেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী। হ্যাকারদের থেকে পুনরুদ্ধার করা হয়েছে তার চ্যানেলটি। মঙ্গলবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে মিজানুর রহমান আজহারীর ভেরিফাইড ফেসবুক পেইজ পোস্ট দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন ।
তিনি তার পেইজে পোষ্টে মিজানুর রহমান আজহারী বলেন, আলহামদুলিল্লাহ, গত ৮ অক্টোবরে হ্যাক হয়ে যাওয়া আমাদের ইউটিউব চ্যানেলটি উদ্ধার করা হয়েছে, চ্যানেলটি এখন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে । রিকোভারি প্রক্রিয়ায় যারা সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। দ্বীন প্রচারের কাজে চ্যানেলটির পথচলা মসৃণ হোক।
জানা গেছে চ্যালেন হ্যাক হওয়ার পরে, হ্যাকাররা চ্যানেলটি নিয়ন্ত্রণ নেয়ার পর তাদের প্রচারণার জন্য প্রথমে ক্রিপ্টোকারেন্সির মুদ্রা নিয়ে লাইভ করে । ২০২০ সালের ১৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল খোলার কথা জানান আজহারী । এর পর থেকেই চ্যানেলটির সাবস্ক্রাইবারের সংখ্যা হু হু করে বাড়তে থাকে । বর্তমানে উনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার সংখ্যা এই নিউজ করার সময় ২.৯১ মিলিয়ন ।
“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন
comment url