রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা ও নসিমন সংঘর্ষে দুই সেনা সদস্যসহ নিহত


রাজশাহী প্রতিনিধিঃ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও নসিমনের সংঘর্ষে সেনাবাহিনীর এক সদস্যসহ দুইজন নিহত হয়েছেন। উপজেলার বাকশিমইল ইউনিয়নের সইপাড়া এলাকার এ দুর্ঘটনা ঘটেছে ।

জানা গেছে, নিহত দুজনের মধ্যে একজনের নাম পলাশ (২২)। তিনি সেনাবাহিনীর সৈনিক হিসেবে সাভার সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাবার নাম মমতাজুল ইসলাম। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের বাসিন্দা। অন্যজনের নাম আব্দুল কুদ্দুস (৪০)। যিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। তার বাবার নাম মৃত তোতা হাজী। বাড়ি নওগাঁর রানীনগর থানার ওপর তালিমপুর গ্রামে।

মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল সিএনজিচালিত অটোরিকশাটি। এ সময় আরেকটি মাহেন্দ্রা থ্রি-হুইলার গাড়িকে দ্রুত ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা স্যালো ইঞ্জিনচালিত খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় আহত দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হবে। আর নসিমন এবং অটোরিকশা দুটি মোহনপুর থানায় রাখা হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন

comment url