নাটোর লালপুরে ছাত্রলীগ-ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ব‍্যাপক সংঘর্ষ, দু'পক্ষে মামলা হামলা


লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুর উপজেলার রঘুনাথপুর গ্রামে ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে লালপুর থানায় মামলাটি করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন। 


মামলায় বাদী অভিযোগ করেন, আসামি জয় ইসলাম গত শনিবার বিকেলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন। একই সঙ্গে তিনি অন্য আসামিদের সঙ্গে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রঘুনাথপুর বাজারে বিশৃঙ্খলা শুরু করেন। তখন ছাত্রদলের কর্মী সাগর আলী সেখানে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাঁরা সাগর আলীকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করেন। পরে বাদীসহ বিএনপির লোকজন সেখানে গিয়ে সাগরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।


মামলার আসামি আবদুল মান্নান ওরফে (মিলিটারি মান্নান) বলেন,  আমরা নিজেরা মারপিটের শিকার হয়েছি । কিন্তু হামলা–মামলার ভয়ে তাঁরা থানায় মামলা করতে পারছিনা । এদিকে বাড়ি ঘর ভাঙ্গচুর লুটপাট হয়েছে অনেকের । লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ  ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে গত শনিবার (৪ জানুয়ারি) রাতে ছাত্রলীগ ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হন । মামলার সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন

comment url