সাবেক এমপি হেনরী ও তার স্বামী চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টারঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপিকর্মী আব্দুল লতিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আব্দুল লতিফ হত্যা মামলায় আজ মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। 

এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিরাজগঞ্জ সদর থানার জিআরও স্বপন ও মামলার বাদীপক্ষের আইনজীবী নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। হামলা চলাকালে গুলিতে নিহত হয় বিএনপি কর্মী আব্দুল লতিফ। 

এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু। আজ তাদের আদালতে হাজির করা হলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেপ্তার


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন

comment url