ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত, পালিয়ে গেছে চালক
ঢাকা প্রতিনিধিঃ জধানীর খিলক্ষেত এলাকায় ট্রাকচাপায় রায়হান সরকার নামে পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খিলক্ষেত থানায় পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আজিজ বলেন, রায়হান কুড়িল বিশ্বরোডের কুড়াতলী এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। তখন একটি ট্রাক তাঁকে চাপা দেয়। উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবার বলেছে, ২০১৬ সালে রায়হান পুলিশে যোগ দিয়েছিলেন। বছর দেড়েক ধরে তিনি খিলক্ষেত থানায় কর্মরত ছিলেন, স্ত্রী বিথী আক্তারকে নিয়ে খিলক্ষেত এলাকায় ভাড়া বাসায় থাকতেন রায়হান। তাঁর গ্রামের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাই গ্রামে। রায়হানের বাবা আবদুস সোবাহানও পুলিশে কর্মরত ছিলেন।
ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও ট্রাকচালক পালিয়ে গেছেন বলেও জানান এসআই আবদুল আজিজ।
“এক্সপোস নিউজ অনলাইন” সকল নীতিমালা মেনে আপনার গঠন মূলক মন্তব্য লিখুন
comment url